চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ৮.৫ বিলিয়ন ডলারের বিরল খনিজ চুক্তি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ৮.৫ বিলিয়ন ডলারের বিরল খনিজ চুক্তি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ৮.৫ বিলিয়ন ডলারের বিরল খনিজ চুক্তি


আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

বিশ্বের বিরল খনিজ বাজারে চীনের প্রভাব কমাতে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। দুটি দেশ যৌথভাবে বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ বাড়াতে ৮.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চুক্তির আওতায় আগামী ছয় মাসের মধ্যে দুই দেশ যৌথভাবে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই অর্থ মূলত অস্ট্রেলিয়ার খনি ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়াতে ব্যয় হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, “এই চুক্তি যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

বর্তমানে বিশ্বের প্রায় ৭০ শতাংশ বিরল খনিজ আহরণ ও ৯০ শতাংশ প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ করছে চীন। এসব খনিজ প্রতিরক্ষা, ইলেকট্রনিকস, কম্পিউটার চিপ, এমনকি বৈদ্যুতিক গাড়ির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ফলে চীনের ওপর নির্ভরতা যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য ঝুঁকি তৈরি করছে।

সম্প্রতি বাণিজ্যিক টানাপোড়েনের জেরে চীন বিরল খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করায় পশ্চিমা দেশগুলো বিকল্প সরবরাহ চেইন গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে।

চুক্তি অনুসারে, যুক্তরাষ্ট্র পশ্চিম অস্ট্রেলিয়ায় বার্ষিক ১০০ টন ক্ষমতাসম্পন্ন গ্যালিয়াম শোধনাগার নির্মাণে বিনিয়োগ করবে। পাশাপাশি রপ্তানি-আমদানি ব্যাংকের মাধ্যমে আরও ২.২ বিলিয়ন ডলার অর্থায়ন করার পরিকল্পনাও রয়েছে।

এদিকে, এই ঘোষণার পর অস্ট্রেলিয়ার খনিজ খাতের কোম্পানিগুলোর শেয়ারমূল্য বেড়ে গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

চুক্তির লক্ষ্য শুধু বিনিয়োগ নয়; বরং অনুমোদন, বাজারমূল্য নির্ধারণ ও সরকারি পর্যালোচনার মতো নিয়ম একীভূত করেও পারস্পরিক সহযোগিতা বাড়ানো।

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় খনিজ উৎপাদক হলেও প্রক্রিয়াজাতকরণের জন্য দীর্ঘদিন ধরেই চীনের ওপর নির্ভরশীল। নতুন এই চুক্তি সেই নির্ভরতা কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই