ট্যাক্সি চালিয়ে গড়েছেন ৮ শিক্ষাপ্রতিষ্ঠান: নিউইয়র্কে সংবর্ধিত মোশারফ হোসেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ট্যাক্সি চালিয়ে গড়েছেন ৮ শিক্ষাপ্রতিষ্ঠান: নিউইয়র্কে সংবর্ধিত মোশারফ হোসেন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 ট্যাক্সি চালিয়ে গড়েছেন ৮ শিক্ষাপ্রতিষ্ঠান: নিউইয়র্কে সংবর্ধিত মোশারফ হোসেন


হাসান মাহমুদ, নিউইয়র্ক থেকে || টাইমস এক্সপ্রেস ২৪

প্রবাসে ট্যাক্সি চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে দেশের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন মোশারফ হোসেন খান চৌধুরী। কুমিল্লার এই সন্তান একে একে গড়ে তুলেছেন আটটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মাদ্রাসা ও একটি হাসপাতাল। শিক্ষার উন্নয়ন ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে নিউইয়র্কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

প্রবাসী বাংলাদেশি ফোরাম ইনক ইউএসএ-এর আয়োজনে স্থানীয় সময় শনিবার (১৮ অক্টোবর) বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশস সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, মোশারফ হোসেন প্রবাসী সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও ফোরামের আহ্বায়ক ফখরুল আলম। প্রধান অতিথি ছিলেন প্রবাসী গুণীজন মাহমুদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট হাসান ফেরদৌস, জাতিসংঘ মিশনের কর্মকর্তা, কাজী নয়ন, আব্দুস সবুর, আমির হোসেন ও কাজী আজহারুল হক মিলন প্রমুখ।

জানা যায়, মোশারফ হোসেনের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ৬ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। তিনি বলেন, “ছোটবেলায় বাবার স্বপ্ন ছিল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ার। আমি সেই স্বপ্ন পূরণ করছি।”

সভাপতি ফখরুল আলম বলেন, “একটি মোমবাতি থেকে হাজার মোমবাতি জ্বলে—মোশারফ হোসেন আমাদের সমাজের তেমনই আলোর প্রতীক।”

প্রবাসী সমাজে শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সমাজসেবায় তার অবদান অনেকের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

প্রবাসী বাংলাদেশি ফোরাম ইউএসএ জানিয়েছে, এই ধরনের উদ্যোগ প্রবাসীদের ঐক্য, শিক্ষা ও সমাজসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে।

কোন মন্তব্য নেই