আধুনিক সার্জারির জনক মুসলিম বিজ্ঞানী আল জাহরাউয়ি: যিনি বদলে দিয়েছিলেন চিকিৎসা ইতিহাস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আধুনিক সার্জারির জনক মুসলিম বিজ্ঞানী আল জাহরাউয়ি: যিনি বদলে দিয়েছিলেন চিকিৎসা ইতিহাস

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আধুনিক সার্জারির জনক মুসলিম বিজ্ঞানী আল জাহরাউয়ি: যিনি বদলে দিয়েছিলেন চিকিৎসা ইতিহাস


টাইমস এক্সপ্রেস ২৪

মধ্যযুগের মুসলিম চিকিৎসাবিজ্ঞানী আবুল কাসেম আল জাহরাউয়ি ছিলেন চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী ব্যক্তিত্ব। ‘কিতাব আল তাশরিফ’ নামক বিশ্ববিখ্যাত গ্রন্থের রচয়িতা এই বিজ্ঞানী চিকিৎসা, সার্জারি ও ফার্মাকোলজিতে এনেছিলেন বিপ্লব। প্রায় ৫০ বছর সময় নিয়ে তিনি রচনা করেন ৩০ খণ্ডের এই গ্রন্থ, যা পরবর্তী ইউরোপীয় চিকিৎসাবিদ্যায় গভীর প্রভাব ফেলেছিল।

ইসলামি স্বর্ণযুগের সর্বশ্রেষ্ঠ সার্জন হিসেবে খ্যাত আল জাহরাউয়ি নিউরোসার্জারি, দন্তচিকিৎসা, অর্থোপেডিকস, ও শিশু চিকিৎসা—সবক্ষেত্রেই রেখে গেছেন অসামান্য অবদান। তিনি মাথার আঘাত, মেরুদণ্ডীয় জখম, হাইড্রোসেফালাসসহ জটিল স্নায়ুজনিত রোগে সার্জারি করেন, যা সে সময় ছিল অবিশ্বাস্য অর্জন।

তার উদ্ভাবিত ‘মিশাব’ নামের যন্ত্র দিয়ে কোনো কাটাছেঁড়া ছাড়াই মূত্রথলির পাথর ভাঙা যেত—যা আধুনিক লিথোট্রিপসি প্রযুক্তির প্রাথমিক রূপ হিসেবে বিবেচিত।

আল জাহরাউয়ি দাঁতের চিকিৎসায়ও যুগান্তকারী অবদান রাখেন। তিনিই প্রথম ব্রোঞ্জ ও রূপা দিয়ে দাঁত বাঁধাই এবং সফল দাঁত প্রতিস্থাপন  করেন।

অস্ত্রোপচারের জন্য তিনি তৈরি করেছিলেন ২০০-রও বেশি সার্জিক্যাল যন্ত্রপাতি, যেগুলোর অনেকগুলো আজও ব্যবহৃত হচ্ছে। এজন্যই চিকিৎসা ইতিহাসে তাকে বলা হয়—
“আধুনিক সার্জারির জনক” ।

আল জাহরাউয়ির আবিষ্কার ও শিক্ষা চিকিৎসাশাস্ত্রকে নতুন উচ্চতায় নিয়ে যায়। আজও তার নাম বিশ্বজুড়ে চিকিৎসা গবেষক ও সার্জনদের অনুপ্রেরণা।

কোন মন্তব্য নেই