মাদারীপুরে মাদ্রাসাছাত্রী দীপ্তি হত্যা মামলার রায় আজ: ছয় বছর পর বিচারিক অধ্যায়ের সমাপ্তি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাদারীপুরে মাদ্রাসাছাত্রী দীপ্তি হত্যা মামলার রায় আজ: ছয় বছর পর বিচারিক অধ্যায়ের সমাপ্তি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মাদারীপুরে মাদ্রাসাছাত্রী দীপ্তি হত্যা মামলার রায় আজ: ছয় বছর পর বিচারিক অধ্যায়ের সমাপ্তি


মাদারীপুর প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

মাদারীপুরের আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (২১ অক্টোবর)। দীর্ঘ ছয় বছর পর এ মামলার বিচারিক কার্যক্রমের রায় ঘোষণা করবেন মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শরীফ সাইফুল কবীর

২০১৯ সালের জুলাই মাসে মাদারীপুর শহরের পূর্ব খাগদী এলাকায় মাদ্রাসাছাত্রী দীপ্তি (১৫)-কে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ ওই এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

দীপ্তির বাবা মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করলে র‌্যাব-৮ তদন্তে নামে। তদন্তে উঠে আসে—ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খানই এ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত।

র‌্যাবের অনুসন্ধানে জানা যায়, সাজ্জাদ হোসেন আগে একটি শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করেছিলেন এবং ২০১১ সালে মুক্তি পান। তাকে জিজ্ঞাসাবাদে তিনি দীপ্তিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।

স্বীকারোক্তিতে সাজ্জাদ জানান, ২০১৯ সালের ১১ জুলাই দীপ্তিকে ইজিবাইকে তুলে নিজের বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের পর হত্যা করেন। পরে মরদেহ বিদ্যুতের তার ও ইট বেঁধে পুকুরে ফেলে দেন। দুই দিন পর মরদেহ ভেসে উঠলে ঘটনার রহস্য উন্মোচিত হয়।

দীপ্তির পরিবার জানিয়েছেন, তারা আদালতের রায়ে দোষীর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন।

নিহত দীপ্তি মাদারীপুর সদর উপজেলার জনকনা গ্রামের মুজিব ফকিরের মেয়ে এবং বলাইচর শামসুন্নাহার দাখিল বালিকা মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

কোন মন্তব্য নেই