প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েক
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েক
নিউজ প্রতিবেদন :
খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, বক্তা ও দাঈ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বর মাসে তিনি অংশ নেবেন একটি ‘মেগা ইসলামিক লেকচার ইভেন্ট’-এ, যা অনুষ্ঠিত হবে রাজধানী ঢাকাসহ দেশের একাধিক স্থানে।
এই আয়োজনের দায়িত্বে রয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলী রাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আগামী সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. জাকির নায়েকের সফরের বিস্তারিত সময়সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম লেকচার আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে শুধু ঢাকায় নয়, দেশের অন্যান্য বিভাগীয় শহরেও তাঁর একাধিক প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা চলছে।
আলী রাজ স্পষ্ট করে বলেন, “এই সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং এটি সম্পূর্ণভাবে একটি চ্যারিটি প্রোগ্রাম হিসেবে অনুষ্ঠিত হবে।”
বাংলাদেশে ড. জাকির নায়েকের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই মুসলিম সমাজে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা দেখা দিয়েছে। তাঁর অনুসারীরা বলছেন, এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী জ্ঞান ও মূল্যবোধের প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।
ইসলামী বক্তৃতা ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে বিশ্বজুড়ে জনপ্রিয় ড. জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (IRF)-এর প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিকভাবে পরিচিত Peace TV-এর মাধ্যমে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে থাকেন।
কোন মন্তব্য নেই