ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিকে মুনাফায় ফিরল, শেয়ারপ্রতি আয় ২০ পয়সা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিকে মুনাফায় ফিরল, শেয়ারপ্রতি আয় ২০ পয়সা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিকে মুনাফায় ফিরল, শেয়ারপ্রতি আয় ২০ পয়সা

টাইমস এক্সপ্রেস ২4

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) আবারও মুনাফায় ফিরেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ তথ্য প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে (২০২৪ সালের জুলাই–সেপ্টেম্বর) কোম্পানিটি শেয়ারপ্রতি ৫৫ পয়সা লোকসান করেছিল।

তিন প্রান্তিকের সামগ্রিক ফলাফল

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত (নয় মাসে) ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৬২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় আয় কিছুটা কমলেও ব্যাংকটি লোকসান থেকে ঘুরে দাঁড়িয়েছে।

নগদ প্রবাহ ও সম্পদমূল্য

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১২ টাকা ৪৪ পয়সা, যেখানে গত বছর একই সময়ে ছিল মাইনাস ৩ টাকা ০২ পয়সা
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৫ টাকা ৩৭ পয়সা

বিশ্লেষকরা বলছেন, ইসলামি ব্যাংকের মুনাফায় ফেরা বিনিয়োগকারীদের আস্থার পুনরুদ্ধারে সহায়ক হতে পারে। তবে আগের বছরের তুলনায় আয় কিছুটা কমে যাওয়ায় ব্যাংকটির পরিচালন দক্ষতা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির দিকে নজর রাখছেন বাজার বিশ্লেষকেরা।

কোন মন্তব্য নেই