দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১ রোগী
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১ রোগী
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭:১৫, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:১৬, ২৮ অক্টোবর ২০২৫
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৪১ জন নতুন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে—
-
বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭৪ জন,
-
চট্টগ্রাম বিভাগে ১২০ জন,
-
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৬ জন,
-
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩০ জন,
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪০ জন,
-
খুলনা বিভাগে ৪৯ জন,
-
ময়মনসিংহ বিভাগে ৪৯ জন,
-
রাজশাহী বিভাগে ৪৫ জন,
-
রংপুর বিভাগে ১৯ জন এবং
-
সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৪ হাজার ৪০৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই