সালমান শাহ হত্যা মামলা: আগাম জামিনের প্রস্তুতিতে সামিরা হক
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সালমান শাহ হত্যা মামলা: আগাম জামিনের প্রস্তুতিতে সামিরা হক
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৫:১০, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:১৭, ২৮ অক্টোবর ২০২৫
ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য আবারও নতুন করে আলোচনায়। তার মৃত্যুর ২৯ বছর পর দায়ের হওয়া হত্যা মামলায় আসামি করা হয়েছে সাবেক স্ত্রী সামিরা হক-কে।
জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) হাইকোর্টে আগাম জামিনের আবেদন করবেন সামিরা হক। এদিন সকাল থেকেই তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদকে হাইকোর্ট প্রাঙ্গণে দেখা যায়। তিনি জামিন শুনানির বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন এবং আপিল বিভাগ এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন।
এর আগে, সোমবার (২৭ অক্টোবর) আদালত সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডন-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হলেও পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।
দীর্ঘ ২৯ বছর পর, ২০২৫ সালের ২১ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন — সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি ও অভিনেতা ডনসহ আরও কয়েকজন।
মামলার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৩ অক্টোবর আদালতে শুনানির সময় সামিরা হক প্রথমবার উপস্থিত ছিলেন। এরপর রমনা থানায় মামলাটি দায়েরের পর থেকেই তিনি গা ঢাকা দেন বলে জানা যায়। বর্তমানে তার স্বামী আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আগাম জামিনের প্রস্তুতি নিচ্ছেন।

কোন মন্তব্য নেই