হিজাব নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ. আল মামুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হিজাব নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ. আল মামুন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



 হিজাব নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ. আল মামুন


 টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ১৩:৪০, ২৮ অক্টোবর ২০২৫

হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুন প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

ফেসবুক পোস্টে অধ্যাপক মামুন লিখেছেন,

“হতাশাগ্রস্ত আমি ঝোঁকের বশে এমন কিছু লিখেছি যা লেখা উচিত হয়নি। আমি নিজেও বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পোস্টটি সরিয়ে নিই। কেউ আঘাত পেয়ে থাকলে আমি দুঃখিত। আমি সব সময় শিক্ষার্থীদের মঙ্গল কামনা করি।”

তিনি আরও উল্লেখ করেন,

“পোশাক নিয়ে আমার কোনো বিদ্বেষ নেই। হিজাব পরা বা না-পরা কাউকে আমি ছোট বা বড় করে দেখি না। বরং ‘হিজাব’-এর পক্ষে আমার লেখা পোস্টই বেশি রয়েছে।”

অধ্যাপক মামুন ব্যাখ্যা করেন, সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা থেকেই তিনি তাড়াহুড়ো করে পোস্টটি করেছিলেন। তবে সেটি “মিসরিডিং” হতে পারে বুঝতে পেরে দ্রুত মুছে ফেলেন।

তিনি লেখেন,

“আমি চাই না, আমাকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করুক। আমি বিশ্ববিদ্যালয়ের সবাইকে শুভকামনা জানাই।”

এদিকে, তার মন্তব্যের প্রতিবাদে সোমবার (২৭ অক্টোবর) রাত ১১টায় শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ করেন। আজ (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অধ্যাপক আ. আল মামুনের বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছে রাকসুর প্রতিনিধিরা।

কোন মন্তব্য নেই