চট্টগ্রাম বন্দরে ১৯টি বিপজ্জনক পণ্যের কন্টেইনার ধ্বংস
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চট্টগ্রাম বন্দরে ১৯টি বিপজ্জনক পণ্যের কন্টেইনার ধ্বংস
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৩:২৯, ২৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বন্দরে নিলাম অযোগ্য ও বিপজ্জনক ১৯টি কন্টেইনার পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হয়েছে। এসব কন্টেইনার দীর্ঘদিন ধরে বন্দর এলাকায় পড়ে থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, বিপজ্জনক ও ধ্বংসযোগ্য পণ্য বিনষ্ট করার লক্ষ্যে গঠিত আন্তঃসংস্থা কমিটির নেতৃত্বে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ কার্যক্রম পরিচালনা করেন।
ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, ডিজিএফআই, এনএসআই, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রতিনিধিরা।
গত ২৫ অক্টোবর এসব বিপজ্জনক পণ্য ধ্বংস করা হয়।
ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল—
-
আনকোডেড ক্যালসিয়াম কার্বোনেটের ১৬ কন্টেইনার,
-
অরেঞ্জ ইমালশনের ১ কন্টেইনার,
-
সুইট ওয়েই পাউডারের ১ কন্টেইনার এবং
-
স্কিমড মিল্ক পাউডারের ১ কন্টেইনার।
এনবিআর জানায়, এসব কন্টেইনার দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল।
এর আগে, গত বছরের অক্টোবর মাসে চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে বন্দর এলাকায় ১৪ বছর ধরে পড়ে থাকা চারটি দাহ্য পণ্যের কন্টেইনার অপসারণ করে পরিবেশসম্মতভাবে ধ্বংস করে।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনের লক্ষ্যে এনবিআর ইতোমধ্যে প্রায় ৬ হাজার ৬৯টি কন্টেইনারের ইনভেন্টরি সম্পন্ন করেছে এবং দ্রুত নিলাম প্রক্রিয়া শেষ করতে বিশেষ নির্দেশনা জারি করেছে।
জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, চট্টগ্রাম কাস্টমস হাউস দ্রুত চলমান নিলাম সম্পন্ন করে বন্দরের কন্টেইনার জট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই