সাভার সিটি করপোরেশন’ অনুমোদন: আনন্দ, উদ্বেগ ও ওয়াসা বিতর্কে মিশ্র প্রতিক্রিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাভার সিটি করপোরেশন’ অনুমোদন: আনন্দ, উদ্বেগ ও ওয়াসা বিতর্কে মিশ্র প্রতিক্রিয়া

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 সাভার সিটি করপোরেশন’ অনুমোদন: আনন্দ, উদ্বেগ ও ওয়াসা বিতর্কে মিশ্র প্রতিক্রিয়া


 টাইমস এক্সপ্রেস ২৪

সরকার ‘সাভার সিটি করপোরেশন’ গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে। এতে সাভার পৌরসভা ও আশুলিয়া থানা এলাকা একত্র হয়ে দেশের ১৩তম সিটি করপোরেশনে পরিণত হচ্ছে। একই সঙ্গে কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন সিটি করপোরেশন ঘোষণায় সাভারজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ উন্নয়নের সম্ভাবনায় আনন্দিত, আবার কেউ ট্যাক্স বৃদ্ধি ও ওয়াসার পানির মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

পৌর এলাকার বাসিন্দা নাজমা আক্তার বলেন, “সিটি করপোরেশন হলে উন্নয়ন হবে, কিন্তু ওয়াসার দুর্গন্ধযুক্ত পানি চাই না। আমরা ওয়াসামুক্ত সিটি করপোরেশন চাই।”

স্থানীয় রাজনীতিক লায়ন মো. খোরশেদ আলম বলেন, “নাগরিক সুবিধা বাড়ানো ছাড়া শুধু ট্যাক্সের বোঝা চাপানো উচিত নয়। আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু সাভারের পানির স্বাদ যেন অটুট থাকে।”

অন্যদিকে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ছামছুদ্দিন বলেন, “সিটি করপোরেশন হলে আন্তর্জাতিক প্রকল্পের আওতায় আসবে সাভার, এতে উন্নয়ন কার্যক্রম বাড়বে।”

সাভারে দীর্ঘদিন ধরে যানজট, বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও জলাবদ্ধতা বড় সমস্যা হয়ে আছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সিটি করপোরেশন গঠনের মাধ্যমে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, আশুলিয়া অঞ্চলে দ্রুত নগরায়ন, শিল্পকারখানা বৃদ্ধি ও জনসংখ্যার চাপের কারণে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা সময়ের দাবি। নতুন সিটি করপোরেশন গঠন হলে সাভার ও আশুলিয়া অঞ্চলে পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সেবার পরিধি বাড়বে বলে আশা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই