গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড়শ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড়শ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড়শ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে


 টাইমস এক্সপ্রেস ২৪

গাজীপুরের শ্রীপুরে রাতুল অ্যাপারেলস লিমিটেডের ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট টানা সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার ভাংনাহাটি গ্রামের গুদামটিতে আগুন লাগে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট ও কাপড় পুড়ে যায়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রাতুল অ্যাপারেলসের ব্যবস্থাপক মো. খালিদ হোসেন বলেন, “প্রথমে আগুনের ফুলকি দেখা গেলে আমরা নিজেরা নেভানোর চেষ্টা করি, কিন্তু দাহ্য ঝুট কাপড় থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।”

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান জানান, “গুদামে প্রচুর পরিমাণ দাহ্য কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের দুইটি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও বলেন, “আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”

স্থানীয়রা জানান, গুদামটিতে লাখ লাখ টাকার ঝুট কাপড় মজুত ছিল। আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই