ভারতের ১২ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের ঘোষণা, পশ্চিমবঙ্গেও এসআইআর কার্যক্রম শুরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতের ১২ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের ঘোষণা, পশ্চিমবঙ্গেও এসআইআর কার্যক্রম শুরু

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 ভারতের ১২ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের ঘোষণা, পশ্চিমবঙ্গেও এসআইআর কার্যক্রম শুরু



আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

ভারতের পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের ঘোষণা দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

দ্বিতীয় দফায় যেসব রাজ্যে এসআইআর হবে সেগুলো হলো— পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, পুদুচেরি, আন্দামান-নিকোবর, গোয়া, গুজরাট, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ ও কেরালা।

এর আগে প্রথম ধাপে ভারতের বিহারে এই সংশোধন কার্যক্রম সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের দাবি, প্রথম দফার এসআইআর সফলভাবে শেষ হয়েছে এবং এখন ধাপে ধাপে অন্যান্য রাজ্যে তা চালু হবে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “ভোটার তালিকা হালনাগাদের মূল লক্ষ্য হলো প্রকৃত ভোটার শনাক্ত করা এবং বেআইনি বিদেশি অভিবাসীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। এজন্য ভোটারদের জন্মস্থান যাচাই প্রক্রিয়াতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

ভারতের বিরোধী দলগুলো শুরু থেকেই এসআইআর প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, বিহারে আরজেডি, উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি এবং তামিলনাড়ুর ডিএমকে এ প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছে।

এর আগে বিহারে অনুষ্ঠিত এসআইআর শেষে প্রায় ৬৫ লাখ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়।

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, বিহারে চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৭ কোটি ৪২ লাখ নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং সেখানে আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, আসামে আপাতত এসআইআর হচ্ছে না কারণ সেখানে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের মতে, এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বছরের বিধানসভা নির্বাচনগুলো আরও স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই