অবমুক্তির পর দুদিন কিছু খায়নি পটুয়াখালীর ‘মানবিক বক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অবমুক্তির পর দুদিন কিছু খায়নি পটুয়াখালীর ‘মানবিক বক

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অবমুক্তির পর দুদিন কিছু খায়নি পটুয়াখালীর ‘মানবিক বক’


টাইমস এক্সপ্রেস ২৪

পটুয়াখালীর বাউফলের নুরাইনপুর বাজারসংলগ্ন খানবাড়ি এখন পরিচিত ‘বকের বাড়ি’ নামে। সম্প্রতি এই বাড়ি ঘিরে আলোচনায় এসেছে এক মানবিক ঘটনা—একটি আহত বক ও মানুষের বন্ধনের গল্প।

প্রায় এক মাস আগে ঝড়ের সময় বকের একটি ছানা বাসা থেকে পড়ে যায় এবং গুইসাপের আক্রমণের শিকার হয়। স্থানীয় ব্যবসায়ী হেমায়েত উদ্দিন ছানাটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পরিচর্যা করেন। তার যত্নে সুস্থ হয়ে ওঠে বকটি এবং এরপর থেকেই হেমায়েতের সঙ্গে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে। প্রতিদিন বাজারে হেমায়েতের দোকানের পাশে দেখা যেত সেই বককে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বন বিভাগ বিষয়টি নজরে নেয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিধান অনুযায়ী দীর্ঘদিন বন্যপাখি গৃহপালিত রাখা নিষিদ্ধ হওয়ায়, সোমবার (২৭ অক্টোবর) বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বকটিকে অবমুক্ত করা হয়।

তবে অবমুক্তির পর থেকেই বকটি কিছু খাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা ধারণা করছেন, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পারা বা হেমায়েতের সান্নিধ্য হারানোর কারণে বকটি নীরব হয়ে পড়েছে।

হেমায়েত উদ্দিন বলেন, “আমি আইনকে শ্রদ্ধা করি। বন বিভাগের কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে আমাকে অনুরোধ করলে আমি বকটি ছেড়ে দিই। কিন্তু অবমুক্তির পর থেকে সে কিছু খাচ্ছে না। আমার খুব কষ্ট লাগছে—আমার কাছে থাকলে নিয়মিত খাওয়াতে পারতাম।”

বাউফল উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান খান জানান, “বকটি যেহেতু স্থানীয়ভাবে পরিচিত স্থানে বড় হয়েছে, তাই সেখানেই অবমুক্ত করা হয়েছে। আমরা তার জন্য গাছের আশপাশে খাবারের ব্যবস্থা করছি।”

স্থানীয়দের আশা, সময়ের সঙ্গে সঙ্গে বকটি হয়তো নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে এবং আবারও আকাশে উড়ে বেড়াবে তার স্বাভাবিক জীবনে।

কোন মন্তব্য নেই