৬ গোলের রোমাঞ্চে পিএসজি–স্ত্রাসবুর্গ ড্র, শীর্ষে রইল প্যারিস জায়ান্টরা
৬ গোলের রোমাঞ্চে পিএসজি–স্ত্রাসবুর্গ ড্র, শীর্ষে রইল প্যারিস জায়ান্টরা
সংবাদ প্রতিবেদন (টাইমস এক্সপ্রেস ২৪ এর জন্য পুনর্লিখিত):
ফ্রেঞ্চ লিগ ওয়ানে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ছড়াল রোমাঞ্চের ঝড়। ৬ গোলের দারুণ এক ম্যাচে স্ত্রাসবুর্গের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তিনবার পিছিয়ে থেকেও সমতা ফিরিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে প্যারিসিয়ানরা।
প্যারিসে শেষ ৩৪ ম্যাচে জয়হীন স্ত্রাসবুর্গ এবার ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে নেমেছিল মাঠে। কিন্তু ম্যাচের ষষ্ঠ মিনিটেই হতাশায় ডুবে যায় তারা। ব্র্যাডলি বারকোলা দারুণ এক ওয়ান-টু পাসের পর গোল করে পিএসজিকে এনে দেন প্রাথমিক লিড।
তবে এরপরই ম্যাচে ফেরার লড়াই শুরু করে অতিথিরা। গ্যেলা দুয়ের ক্রস থেকে হেডে গোল করে সমতায় ফেরান হোয়াকিন পানিচেল্লি। বিরতির আগে দেজিরে দুয়ের ভুল পাসের সুযোগ নিয়ে দিয়েগো মোরেইরা লবে গোলরক্ষককে পরাস্ত করেন। ফলে ২-১ গোলে এগিয়ে যায় স্ত্রাসবুর্গ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও আঘাত হানে অতিথিরা। ম্যাচের ৪৯ মিনিটে মোরেইরার পাস থেকে পানিচেল্লির দ্বিতীয় গোল। টানা দুই ম্যাচে জোড়া গোলসহ শেষ আট ম্যাচে সাতটি গোল করেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
৩-১ গোলে পিছিয়ে থেকেও লড়াই ছাড়েনি পিএসজি। ঘণ্টা পার হতেই দেজিরে দুয়ে পেনাল্টি এরিয়ায় ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টি দেন। স্পট কিক থেকে নির্ভুল শটে গোল করেন গনসালো রামোস।
শেষ মুহূর্তের চাপ সামলাতে পারেনি স্ত্রাসবুর্গের রক্ষণভাগ। ম্যাচের ৮১ মিনিটে সেনি মাইউলুর শট ঠেকালেও ফিরে আসা বলটি হেডে জালে পাঠান এই তরুণ খেলোয়াড়—স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।
রোমাঞ্চকর এই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষেই রইল পিএসজি। মাত্র এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লড়াকু স্ত্রাসবুর্গ।

কোন মন্তব্য নেই