খুলনায় লটারির মাধ্যমে ১৫ সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন সম্পন্ন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

খুলনায় লটারির মাধ্যমে ১৫ সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন সম্পন্ন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 

খুলনায় লটারির মাধ্যমে ১৫ সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন সম্পন্ন


নিউজ প্রতিবেদন :

খুলনা বিভাগে লটারির মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড পদে ১৫ জন কর্মকর্তার পদায়ন ও বদলি সম্পন্ন হয়েছে। রোববার (১২ অক্টোবর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই লটারি অনুষ্ঠিত হয়।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফিরোজ শাহ জানান, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের নির্দেশনায় সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই লটারি পদ্ধতিতে পদায়ন করা হয়।

তিনি আরও বলেন, খুলনা বিভাগের মোট ১৫টি উপজেলায় বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রত্যেক কর্মকর্তা নির্দিষ্ট একটি বক্স থেকে একটি করে কাগজ তোলেন, এবং সেই কাগজে যেই উপজেলার নাম থাকে, সেই উপজেলাতেই তাদের পদায়ন করা হয়।

এই পদায়ন প্রক্রিয়াকে স্বচ্ছতা ও জবাবদিহির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন কর্মকর্তারা। তারা বলেন, লটারির মাধ্যমে পদায়ন হওয়ায় কোনো ধরনের প্রভাব বা পক্ষপাতিত্বের সুযোগ থাকছে না।

খুলনা বিভাগীয় প্রশাসন জানায়, লটারিভিত্তিক এই পদায়ন পদ্ধতি ভবিষ্যতেও বজায় থাকবে, যাতে প্রশাসনিক কার্যক্রমে ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আরও বৃদ্ধি পায়।

কোন মন্তব্য নেই