"বিসিক দিচ্ছে ৮৭১ শিল্পপ্লট, আবেদন শেষ ১০ ডিসেম্বর"
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
"বিসিক দিচ্ছে ৮৭১ শিল্পপ্লট, আবেদন শেষ ১০ ডিসেম্বর"
দেশজুড়ে ২০টি শিল্পনগরীতে ৮৭১টি শিল্পপ্লট বরাদ্দ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। নতুন উদ্যোক্তা তৈরি ও শিল্পকারখানা স্থাপনে সহায়তা দেওয়ার অংশ হিসেবে এই প্লটগুলো বরাদ্দ করা হচ্ছে।
আবেদনের সময়সীমা:
-
আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু: ১১ নভেম্বর ২০২৫
-
শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫
-
বিস্তারিত শর্ত ও ফরম: বিসিকের ওয়েবসাইটে পাওয়া যাবে
শিল্পপ্লটের সংখ্যা (প্রধান শিল্পনগরী):
-
মুন্সিগঞ্জ: ৩২৭টি
-
রাজশাহী-২: ২১৫টি
-
গোপালগঞ্জ (সম্প্রসারণ): ৯২টি
-
মৌলভীবাজার: ৬৩টি
-
চুয়াডাঙ্গা: ৪৫টি
-
সুনামগঞ্জ: ২৭টি
-
মাদারীপুর (সম্প্রসারণ): ২৩টি
-
ভৈরব: ১৯টি
-
অন্যান্য নগরী: ২–১২টি খালি প্লট
জমির দাম ও পরিশোধ:
-
মুন্সিগঞ্জ: প্রতি একর জমির দাম ৯ কোটি ১৬ লাখ টাকা (প্রতি বর্গফুট ~২,১০৩ টাকা)
-
অন্যান্য শিল্পনগরীতে প্রায় অর্ধেক দামে প্লট পাওয়া যাবে
-
পুরুষ উদ্যোক্তা: এককালীন অথবা ৬ বছরে ১২ কিস্তি
-
নারী উদ্যোক্তা: এককালীন অথবা ৭ বছরে ১৪ কিস্তি
-
আবেদনের সময় পুরুষদের জন্য জমির ২০%, নারী উদ্যোক্তাদের জন্য ১৫% পে-অর্ডার/ডিডি সংযুক্ত করতে হবে
সুবিধা:
-
বিদ্যুৎ, গ্যাস, পানি, ড্রেনেজ, রাস্তা
-
ডাম্পিং ইয়ার্ড, গ্রিন জোন, ফায়ার সার্ভিস, মসজিদ ও লেক
-
মহাসড়ক, রেলস্টেশন বা নদীর পাশে অবস্থান
-
প্লট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রেখে ঋণ নেওয়ার সুযোগ
কোন মন্তব্য নেই