"ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’" - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

"ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’"


  ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

"ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’"


২৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশের সিরামিক শিল্পকে বিশ্ববাজারে আরও পরিচিত করতে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’। মেলা অনুষ্ঠিত হবে ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি)-তে।

মেলার আয়োজক বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। সংবাদ সম্মেলনে বিসিএমইএ সভাপতি মইনুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। মেলা কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ইরফান উদ্দীন মেলার বিভিন্ন দিক তুলে ধরেন।

মেলায় ২৫টি দেশ থেকে ১৩৫ প্রতিষ্ঠান ও ৩০০ ব্র্যান্ড অংশগ্রহণ করবে। এছাড়া, ৫০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা মেলায় অংশ নেবেন।

উদ্বোধন ও প্রধান অতিথি:

  • ২৭ নভেম্বর: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন

  • ২৯ নভেম্বর: পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন

বিসিএমইএ সভাপতি মইনুল ইসলাম বলেন, দেশের সিরামিক শিল্পে বর্তমানে ৭০টির বেশি কারখানা, স্থানীয় বাজার বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার, এবং ৫০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। শিল্পে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ১৮ হাজার কোটি টাকার বেশি, এবং প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।

মেলার বৈশিষ্ট্য:

  • তিনটি সেমিনার

  • চাকরি মেলা / জব ফেয়ার

  • বিটুবি ও বিটুসি মিটিং

  • লাইভ ডেমোনস্ট্রেশন ও স্পট অর্ডার

  • নতুন পণ্যের উদ্বোধন ও র‍্যাফেল ড্র

মেলার সময়সূচি: সকালে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিদিন উন্মুক্ত

স্পনসরশিপ:

  • মূল পৃষ্ঠপোষক: শেলটেক সিরামিকস

  • প্লাটিনাম স্পনসর: ডিবিএল সিরামিকস, আকিজ সিরামিকস, মেঘনা সিরামিক

  • গোল্ড স্পনসর: মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি ডিএলটি, সাকমি

কোন মন্তব্য নেই