১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

১০ নভেম্বরের পর আর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না: নির্বাচন কমিশন

টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২৩:১৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ঠিকানা পরিবর্তন (রিলোকেশন) সংক্রান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)

ইসির অফিস আদেশে জানানো হয়েছে, আগামী ১০ নভেম্বরের পর থেকে ভোটার তালিকায় ঠিকানা পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময় ১০ নভেম্বর

মঙ্গলবার (৪ নভেম্বর) কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা ভোটার তালিকায় তাদের বাসস্থান বা ভোটকেন্দ্র পরিবর্তন করতে চান, তাদের ১০ নভেম্বরের মধ্যেই আবেদন জমা দিতে হবে।

এরপর ১৭ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাদের আবেদনগুলো অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নিতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন ঘিরে সময়সূচি

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডিসেম্বরের শুরুর দিকেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
এর আগে ভোটার তালিকা হালনাগাদ ও ঠিকানা পরিবর্তন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় ইসি, যাতে নির্বাচনী প্রস্তুতিতে কোনো জটিলতা না হয়।

প্রেক্ষাপট

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোটাররা বাসস্থান পরিবর্তনের কারণে প্রায়ই অন্য আসনে ভোট দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই