লোকসান থেকে মুনাফায় ফিরল বারাকা পতেঙ্গা পাওয়ার
লোকসান থেকে মুনাফায় ফিরল বারাকা পতেঙ্গা পাওয়ার
তারিখ: ১৩ নভেম্বর ২০২৫, রাত ৯:৩০
পুঁজিবাজার সংবাদ: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী:
-
চলতি অর্থবছরের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৬ পয়সা,
যেখানে গত বছরের একই সময়ে ছিল ১৩ পয়সা লোকসান। -
আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৮ টাকা ৩৬ পয়সা।
সংক্ষিপ্ত আর্থিক চিত্র (জুলাই–সেপ্টেম্বর ২০২৫):
| সূচক | ২০২৫ সালের প্রথম প্রান্তিক | ২০২৪ সালের প্রথম প্রান্তিক |
|---|---|---|
| ইপিএস (EPS) | ০.৬৬ টাকা | -০.১৩ টাকা |
| এনএভিপিএস (NAVPS) | ২৮.৩৬ টাকা | - |

কোন মন্তব্য নেই