ফার কেমিক্যালের আয় কমেছে, প্রথম প্রান্তিকে ইপিএস ৫ পয়সা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফার কেমিক্যালের আয় কমেছে, প্রথম প্রান্তিকে ইপিএস ৫ পয়সা

 

তারিখ: ১৩ নভেম্বর ২০২৫, রাত ৮:৫৩

পুঁজিবাজার সংবাদ:পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি অনুমোদনের পর প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী:

  • চলতি অর্থবছরের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৬ পয়সা

  • আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৩২ টাকা ৫৭ পয়সা

কোম্পানির আয় হ্রাসকে বিশ্লেষকরা বিক্রয় কমে যাওয়া ও উৎপাদন ব্যয়ের বৃদ্ধি–এই দুই কারণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন।


 সংক্ষিপ্ত আর্থিক চিত্র (জুলাই–সেপ্টেম্বর ২০২৫):

সূচক২০২৫ সালের প্রথম প্রান্তিক২০২৪ সালের প্রথম প্রান্তিক
ইপিএস (EPS)০.০৫ টাকা০.১৬ টাকা
এনএভিপিএস (NAVPS)৩২.৫৭ টাকা-

কোন মন্তব্য নেই