শাটডাউনে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, এক দিনে বাতিল ১৪০০ ফ্লাইট
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শাটডাউনে অচল যুক্তরাষ্ট্র: এক দিনে বাতিল ১৪০০ ফ্লাইট, ভোগান্তিতে লাখো যাত্রী
যুক্তরাষ্ট্রে বাজেট পাস নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বা ‘শাটডাউন’ চলায় দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার (৮ নভেম্বর) একদিনে ১,৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, আর প্রায় ৬,০০০ ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে।
ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়্যার–এর তথ্যে জানা যায়, এর আগের দিন শুক্রবারও ৭,০০০ ফ্লাইট দেরিতে ছেড়েছিল।
এরই মধ্যে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যস্ততম ৪০টি বিমানবন্দরে বিমান চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হবে। কারণ, শাটডাউনের কারণে বেতন বন্ধ থাকায় বহু এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও গ্রাউন্ড স্টাফ কাজে আসছেন না।
৩৯ দিনে ইতিহাসের দীর্ঘতম শাটডাউন
গত ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে চলমান এই শাটডাউন এখন ৩৯তম দিনে প্রবেশ করেছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। বাজেট অনুমোদনের বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
যাত্রীদের ভোগান্তি চরমে
নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। এফএএ জানিয়েছে, সেদিন বিকেলে অনেক ফ্লাইট ৪ ঘণ্টারও বেশি দেরিতে অবতরণ করেছে, আর গড়ে দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে।
পরিস্থিতি আরও খারাপ হতে পারে
-
৮ নভেম্বর: ৪% ফ্লাইট বাতিল,
-
১১ নভেম্বর: ৬%,
-
১৩ নভেম্বর: ৮%,
-
১৪ নভেম্বর পর্যন্ত: ১০% ফ্লাইট বাতিল করা হতে পারে।
এদিকে আমেরিকান এয়ারলাইন্স শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, “শাটডাউন বন্ধে দ্রুত রাজনৈতিক সমাধান না হলে বিমান চলাচল ও বাণিজ্য উভয় ক্ষেত্রেই ভয়াবহ ক্ষতি হবে।”
সিনেটররা বর্তমানে সপ্তাহান্তেও আলোচনায় ব্যস্ত রয়েছেন, যেন কোনো সমঝোতায় পৌঁছে দ্রুত সরকার পুনরায় চালু করা যায়।
কোন মন্তব্য নেই