শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা



  ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

টাইমস এক্সপ্রেস ২৪

তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি (পাঠদান বন্ধ) ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

আগামীকাল রবিবার (৯ নভেম্বর) থেকে এ কর্মবিরতি শুরু হবে। একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এক জরুরি সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়ন ও শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল থেকে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।’

এর আগে শামসুদ্দিন মাসুদ অভিযোগ করেন, ‘পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন। অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।’

তিনি জানান, ‘পিজি হাসপাতাল ও ঢাকা মেডিকেলে অনেক শিক্ষক ভর্তি আছেন। কারও হাতে-পায়ে রাবার বুলেট ঢুকেছে, কারও মাথায় বা কপালে আঘাত লেগেছে।’

এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালন করেন এবং তিন দফা দাবিতে শাহবাগের দিকে পদযাত্রা শুরু করেন। তবে পথে পুলিশ তাদের বাধা দেয়।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই