যুক্তরাষ্ট্রে শাটডাউনে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও দেরি, যাত্রীদের দুর্ভোগ চরমে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুক্তরাষ্ট্রে শাটডাউনে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও দেরি, যাত্রীদের দুর্ভোগ চরমে


 ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শাটডাউনে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও দেরি, যাত্রীদের দুর্ভোগ চরমে

৮ নভেম্বর ২০২৫, সকাল ০৯:৩৬
টাইমস এক্সপ্রেস ২৪

যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা বা শাটডাউনের প্রভাবে বিমান চলাচলে নেমেছে বড় ধরনের বিপর্যয়। শুক্রবার একদিনেই ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে বিবিসিএএফপি।

সরকারি কর্মী সংকটের কারণে অন্তত ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান বিমান সংস্থাগুলো। এর মধ্যে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ওয়াশিংটন ডিসিসান ফ্রান্সিসকো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

ফ্লাইট বিলম্ব ও বাতিলের পরিসংখ্যান

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটওয়্যার (FlightAware) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ৫ হাজার ৩০০টির বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে।
শুধু রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে গড়ে ২৪০ মিনিট (৪ ঘণ্টা) দেরিতে ছেড়েছে ফ্লাইটগুলো। সেখানে প্রায় ১৭ শতাংশ ফ্লাইট বাতিল এবং ৪০ শতাংশ ফ্লাইট দেরিতে ছাড়ে।


শাটডাউনে বাড়ছে কর্মীসংকট

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান শাটডাউনের কারণে ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার নিরাপত্তা কর্মকর্তা বেতন ছাড়াই কাজ করছেন।
বেতন না পাওয়ায় অনেক কর্মী অসুস্থতার অজুহাতে অনুপস্থিত থাকছেন বা বিকল্প চাকরি খুঁজছেন, ফলে বিমান নিয়ন্ত্রণে বিপর্যয় আরও গভীর হচ্ছে।

সরকার ও বিমান সংস্থার প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী সিন ডেফি জানিয়েছেন,

“বর্তমানে ৪ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে, তবে পরিস্থিতি না বদলালে আগামী সপ্তাহে এটি ১০–২০ শতাংশে পৌঁছাতে পারে।

অন্যদিকে আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেলটা–সহ বড় এয়ারলাইনগুলো ঘোষণা দিয়েছে, যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরতবিনা খরচে ফ্লাইট পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে।

 সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলো

  • নিউইয়র্ক (JFK, LaGuardia)

  • লস অ্যাঞ্জেলেস (LAX)

  • শিকাগো (O’Hare)

  • ওয়াশিংটন ডিসি (Reagan National)

  • সান ফ্রান্সিসকো (SFO)

কোন মন্তব্য নেই