যুক্তরাষ্ট্রে শাটডাউনে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও দেরি, যাত্রীদের দুর্ভোগ চরমে
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
যুক্তরাষ্ট্রে শাটডাউনে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও দেরি, যাত্রীদের দুর্ভোগ চরমে
যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা বা শাটডাউনের প্রভাবে বিমান চলাচলে নেমেছে বড় ধরনের বিপর্যয়। শুক্রবার একদিনেই ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি ও এএফপি।
সরকারি কর্মী সংকটের কারণে অন্তত ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান বিমান সংস্থাগুলো। এর মধ্যে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ওয়াশিংটন ডিসি ও সান ফ্রান্সিসকো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
ফ্লাইট বিলম্ব ও বাতিলের পরিসংখ্যান
শাটডাউনে বাড়ছে কর্মীসংকট
সরকার ও বিমান সংস্থার প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী সিন ডেফি জানিয়েছেন,
“বর্তমানে ৪ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে, তবে পরিস্থিতি না বদলালে আগামী সপ্তাহে এটি ১০–২০ শতাংশে পৌঁছাতে পারে।”
অন্যদিকে আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেলটা–সহ বড় এয়ারলাইনগুলো ঘোষণা দিয়েছে, যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত ও বিনা খরচে ফ্লাইট পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলো
-
নিউইয়র্ক (JFK, LaGuardia)
-
লস অ্যাঞ্জেলেস (LAX)
-
শিকাগো (O’Hare)
-
ওয়াশিংটন ডিসি (Reagan National)
-
সান ফ্রান্সিসকো (SFO)
কোন মন্তব্য নেই