যুক্তরাষ্ট্রে এক দিনে ৫ হাজারের বেশি ফ্লাইট বিপর্যয়
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থায় এক দিনে ৫ হাজারের বেশি ফ্লাইট বিপর্যয়
যুক্তরাষ্ট্রে সরকারি তহবিল বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এবার সরাসরি পড়েছে বিমান চলাচলে। গত শুক্রবার একদিনেই ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
এ পরিস্থিতির কারণ হিসেবে দেখা দিয়েছে সরকারি অচলাবস্থা (Government Shutdown) এবং বিমান চলাচল নিয়ন্ত্রণে কর্মীসংকট।
নতুন নির্দেশনা ও ফ্লাইট কমানোর সিদ্ধান্ত
এফএএ (Federal Aviation Administration) জানিয়েছে, প্রথমে ফ্লাইট সংখ্যা ৪ শতাংশ কমানো হয়েছে, এবং তা আগামী সপ্তাহের শেষে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।
কর্মীদের অনুপস্থিতি ও বাড়তি চাপ
সূত্র জানায়, বহু “অত্যাবশ্যক কর্মী” গত মাস থেকে বেতন না পেয়ে অসুস্থতার অজুহাতে অনুপস্থিত থাকছেন বা বিকল্প চাকরিতে যোগ দিচ্ছেন। এতে বিমান চলাচল নিয়ন্ত্রণে গুরুতর জনবল সংকট তৈরি হয়েছে।
এফএএ এক বিবৃতিতে জানায়—
“বিমান নিয়ন্ত্রণকর্মীরা টানা কাজের চাপে মানসিকভাবে বিপর্যস্ত, তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।”
সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলো
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সরকারি সংকট অব্যাহত থাকলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
কোন মন্তব্য নেই