যুক্তরাষ্ট্রে এক দিনে ৫ হাজারের বেশি ফ্লাইট বিপর্যয় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুক্তরাষ্ট্রে এক দিনে ৫ হাজারের বেশি ফ্লাইট বিপর্যয়


 ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থায় এক দিনে ৫ হাজারের বেশি ফ্লাইট বিপর্যয়

৮ নভেম্বর ২০২৫, সকাল ০৯:৪৪
টাইমস এক্সপ্রেস ২৪

যুক্তরাষ্ট্রে সরকারি তহবিল বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এবার সরাসরি পড়েছে বিমান চলাচলে। গত শুক্রবার একদিনেই ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি

এ পরিস্থিতির কারণ হিসেবে দেখা দিয়েছে সরকারি অচলাবস্থা (Government Shutdown) এবং বিমান চলাচল নিয়ন্ত্রণে কর্মীসংকট


 নতুন নির্দেশনা ও ফ্লাইট কমানোর সিদ্ধান্ত

সরকারি সংকটের কারণে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা কমানোর নতুন নির্দেশনা কার্যকর হয়েছে।
এই পদক্ষেপ নেওয়া হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও অন্যান্য ফেডারেল কর্মীদের ওপর চাপ কমাতে, যারা সরকারের বাজেট সংকটের কারণে বেতন ছাড়াই কাজ করছেন।

এফএএ (Federal Aviation Administration) জানিয়েছে, প্রথমে ফ্লাইট সংখ্যা ৪ শতাংশ কমানো হয়েছে, এবং তা আগামী সপ্তাহের শেষে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।


কর্মীদের অনুপস্থিতি ও বাড়তি চাপ

সূত্র জানায়, বহু “অত্যাবশ্যক কর্মী” গত মাস থেকে বেতন না পেয়ে অসুস্থতার অজুহাতে অনুপস্থিত থাকছেন বা বিকল্প চাকরিতে যোগ দিচ্ছেন। এতে বিমান চলাচল নিয়ন্ত্রণে গুরুতর জনবল সংকট তৈরি হয়েছে।

এফএএ এক বিবৃতিতে জানায়—

“বিমান নিয়ন্ত্রণকর্মীরা টানা কাজের চাপে মানসিকভাবে বিপর্যস্ত, তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।”


 সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলো

নতুন নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রের প্রধান বিমানবন্দরগুলো যেমন—
নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো ও ওয়াশিংটন ডিসি—সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সরকারি সংকট অব্যাহত থাকলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

কোন মন্তব্য নেই