ফাইন ফুডসের আয় বেড়েছে ৩১৫ শতাংশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফাইন ফুডসের আয় বেড়েছে ৩১৫ শতাংশ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ফাইন ফুডসের ইপিএস বেড়েছে ৩১৪%, প্রথম প্রান্তিকে শক্তিশালী পারফরম্যান্স

টাইমস এক্সপ্রেস ২৪
৬ নভেম্বর ২০২৫, রাত ১০:০০

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফাইন ফুডস লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর ২০২৫)-এর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) বেড়েছে ৩১৪ দশমিক ৫১ শতাংশ

বৃহস্পতিবার (৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে ফাইন ফুডসের শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ২ টাকা ৫৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৬২ পয়সা
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ২২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ৯৩ পয়সা

ফাইন ফুডসের এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি কোম্পানিটির কার্যকর ব্যবস্থাপনা ও বিক্রয় বৃদ্ধির প্রতিফলন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

কোন মন্তব্য নেই