মার্জিন ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণে বিএসইসির নতুন বিধিমালা জারি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্জিন ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণে বিএসইসির নতুন বিধিমালা জারি

 


মার্জিন ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণে বিএসইসির নতুন বিধিমালা জারি

টাইমস এক্সপ্রেস ২৪
৬ নভেম্বর ২০২৫, রাত ৯:১৯

পুঁজিবাজারে মার্জিন ঋণ কার্যক্রমের ঝুঁকি নিয়ন্ত্রণ, স্বচ্ছতা বৃদ্ধি ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন বিধিমালা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গেজেট আকারে প্রকাশিত হয়েছে এই বিধিমালা, যার নাম “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫”। এটি গত ৩০ অক্টোবর বিএসইসির অনুমোদন পায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুঁজিবাজারে গ্রাহক ঝুঁকি, প্রতিপক্ষ ঝুঁকি, প্রতিষ্ঠানিক বা মার্জিন অপারেশনের ঝুঁকি, পদ্ধতিগত ঝুঁকি এবং স্বার্থের দ্বন্দ্ব হ্রাস করাই এই নতুন বিধিমালার মূল উদ্দেশ্য।

এতে আরও উল্লেখ করা হয়, নতুন বিধিমালা মার্জিন অপারেশন, ব্যবস্থাপনা প্রক্রিয়া ও সার্বিক পুঁজিবাজার কাঠামোকে আরও শক্তিশালী করবে। ঝুঁকিমুক্ত ও সুশৃঙ্খল বাজার পরিচালনার স্বার্থে এ নিয়ম প্রণয়ন করেছে কমিশন।

বিধিমালাটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ৩৩(১) ধারা অনুযায়ী প্রণীত হয়েছে এবং এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রুলস, ১৯৯৯)” রহিত হবে।

প্রথম অধ্যায়ে উল্লেখ আছে, এই বিধিমালা ইকুইটি সিকিউরিটিজে মার্জিন অপারেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং স্টকব্রোকার, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের অধীন মার্জিন ঋণ কার্যক্রমে এর প্রভাব পড়বে।

গেজেট অনুযায়ী, বিধিমালাটি সরকারি প্রকাশের তারিখ থেকেই কার্যকর হবে।
বিএসইসি আশা করছে, এই নতুন নীতিমালা পুঁজিবাজারে ঝুঁকি ব্যবস্থাপনা, তদারকি ও স্বচ্ছতা আরও জোরদার করবে।

কোন মন্তব্য নেই