"ডিএসইতে নেতিবাচক সূচক: দুই ঘণ্টায় ২০৫ কোম্পানির শেয়ারদর পতন" - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

"ডিএসইতে নেতিবাচক সূচক: দুই ঘণ্টায় ২০৫ কোম্পানির শেয়ারদর পতন"


  ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

"ডিএসইতে নেতিবাচক সূচক: দুই ঘণ্টায় ২০৫ কোম্পানির শেয়ারদর পতন"


২৩ নভেম্বর ২০২৫

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। এদিন প্রথম দুই ঘণ্টার লেনদেনে অংশ নেওয়া ২০৫ কোম্পানির শেয়ারদর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, রোববার (২৩ নভেম্বর) বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩.৫২ পয়েন্ট কমে ৪,৮৫৫ পয়েন্টে অবস্থান করছে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩.৫৩ পয়েন্ট কমে ১,০১৩ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ১০.৪১ পয়েন্ট কমে ১,৮৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৬ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, ২০৫টির শেয়ারদর কমেছে, এবং ৫৪টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

কোন মন্তব্য নেই