কটাক্ষের মুখে সাহসী প্রতিক্রিয়া
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর ফাতিমা, কটাক্ষের মুখে সাহসী প্রতিক্রিয়া
থাইল্যান্ডের ব্যাংকক শহরে ২১ নভেম্বর অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্বে সেরার খেতাব জিতেছেন মেক্সিকোর প্রতিনিধি ফাতিমা বশ। ফাইনালে পৌঁছানোর আগে পাঁচটি দেশের প্রতিনিধি—থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা, মেক্সিকো ও আইভরিকোস্ট—বিচারকদের প্রশ্নের মাধ্যমে তাদের যোগ্যতা প্রমাণ করেন।
তবে ফাইনালের আগে একটি প্রিপ্যাজেন্ট ইভেন্টে ফাতিমা সোশ্যাল মিডিয়ায় সময়মতো ছবি আপলোড না করতে পারায় মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইতসারাগ্রিসিল তাঁকে ‘ডাম্বহেড’ বলে কটাক্ষ করেন।
ফাতিমা তাৎক্ষণিকভাবে জবাব দিয়ে বলেন, “আপনি আমাকে একজন নারী হিসেবে যথাযথ সম্মান দিচ্ছেন না। এখানে আমি সব নারীর প্রতিনিধি হিসেবে এসেছি। আমাকে অসম্মান করা মানে পুরো নারী জাতিকে অসম্মান করা।”
ঘটনার পর সঞ্চালককে নিরাপত্তা বাহিনী দিয়ে শাসানোর চেষ্টা করা হয়। কিন্তু ফাতিমার সঙ্গে একযোগে অন্যান্য প্রতিযোগীরাও ফ্লোর ত্যাগ করেন। ইভেন্টটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হওয়ায় মুহূর্তে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
এরপর তিনটি ভিন্ন জায়গা থেকে ক্ষমা চাওয়ার পরও ফাতিমার মন গলেনি। মিস ইউনিভার্স কর্তৃপক্ষ নাওয়াতকে দায়িত্ব থেকে সরিয়ে দেন।
এই সাহসী প্রতিক্রিয়ার কারণে ফাতিমার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ফাইনালে বিজয়ী হয়ে তিনি প্রমাণ করেছেন যে তার সৌন্দর্যের পাশাপাশি বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসও অপরিসীম।
কোন মন্তব্য নেই