সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল বাংলাদেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল বাংলাদেশ


 ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সাপ্তাহিক দর বৃদ্ধিতে শীর্ষে মনোস্পুল বাংলাদেশ, দ্বিতীয় স্থানে ভিএফএস থ্রেড ডাইং

টাইমস এক্সপ্রেস ২৪ 

৮ নভেম্বর ২০২৫, শনিবার 

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০২ নভেম্বর থেকে ০৬ নভেম্বর ২০২৫) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মনোস্পুল বাংলাদেশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯.১৯ শতাংশ বা ২৯ টাকা ৬০ পয়সা

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে বাজারে বেশ কিছু কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান ঘটেছে, যার নেতৃত্বে রয়েছে মনোস্পুল বাংলাদেশ।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড—কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ২৩.৯৬ শতাংশ। আর তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, যার শেয়ারদর বেড়েছে ১৯ টাকা ৫০ পয়সা বা ২০.৭৭ শতাংশ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি (ডিএসই):

ক্র.কোম্পানির নামদর বৃদ্ধির হারবৃদ্ধি পাওয়া মূল্য
মনোস্পুল বাংলাদেশ২৯.১৯%২৯.৬০ টাকা
ভিএফএস থ্রেড ডাইং২৩.৯৬%২.৩০ টাকা
আনোয়ার গ্যালভানাইজিং২০.৭৭%১৯.৫০ টাকা
ফার্স্ট ফাইন্যান্স১৩.৬৪%
এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড১১.১১%
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ১০.৫৬%
এপেক্স ফুডস১০.৪১%
মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি৯.৫৯%
এশিয়াটিক ল্যাবরেটরিজ৮.৮০%
১০পেনিনসুলা চিটাগাং৮.৫৫%

বিশ্লেষণ:

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে বাজারে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে, বিশেষ করে ছোট ও মাঝারি মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

মনোস্পুল বাংলাদেশের শেয়ারদর বৃদ্ধিকে অনেকে স্বল্পমেয়াদি বিনিয়োগ প্রবণতার ফল হিসেবে দেখছেন, যদিও কোম্পানিটির মৌলভিত্তিক অবস্থানও সম্প্রতি উন্নতি করেছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই