আইসিসির সভাতেও হয়নি এশিয়া কাপের নিষ্পত্তি, গঠন হচ্ছে কমিটি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
আইসিসির সভাতেও নিষ্পত্তি হয়নি এশিয়া কাপ বিতর্ক, নাকভির অনড় অবস্থান—গঠন হচ্ছে তদন্ত কমিটি
টাইমস এক্সপ্রেস ২৪
শনিবার, ৮ নভেম্বর ২০২৫
দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির ত্রৈমাসিক সভাতেও নিষ্পত্তি হয়নি এশিয়া কাপের ট্রফি বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি নিজের অবস্থানে অনড় রয়েছেন। তিনি জানিয়েছেন, যথাযথ আনুষ্ঠানিকতা ছাড়া ট্রফি ভারতের হাতে তুলে দেওয়া হবে না।
জানা গেছে, সভার আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে এশিয়া কাপ ইস্যু না থাকলেও সভার শেষ দিনে অনানুষ্ঠানিক আলোচনায় বিষয়টি ওঠে আসে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে দাবি জানানো হয়, ট্রফিটি দ্রুত ভারতের হাতে তুলে দিতে হবে। তবে এসিসি চেয়ারম্যান নাকভি তাতে রাজি হননি।
ভারতের অভিযোগ, এশিয়া কাপ শেষ হওয়ার পর নাকভি জোর করে ট্রফিটি নিজের কাছে রেখে দিয়েছেন। অন্যদিকে, পাকিস্তান বোর্ডের দাবি—ভারতীয় প্রতিনিধি দল ট্রফি গ্রহণের নিয়ম ভেঙেছে এবং সভাপতির উপস্থিতি ছাড়াই ট্রফি নিতে চেয়েছে, যা প্রোটোকলবিরোধী।
আইসিসির সভায় বেশ কয়েকজন বোর্ড সদস্য বলেছেন, ট্রফি বিতর্কে দ্রুত সমাধান আনা জরুরি। আলোচনার এক পর্যায়ে একটি তদন্ত বা সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব উঠে আসে। সূত্র জানায়, ওমান ক্রিকেট বোর্ডের প্রধান পঙ্কজ খিমজির নেতৃত্বে সেই কমিটিই গঠন হতে পারে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো হাতে পায়নি ট্রফি। নাকভি জানিয়েছেন, দুবাইয়ের এসিসি কার্যালয়ে গিয়ে ট্রফি নিতে হবে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। এমনকি এসিসি কর্মীদেরও নির্দেশ দেওয়া হয়েছে—তার অনুমোদন ছাড়া ট্রফি সরানো যাবে না।
বিশেষ দিকগুলো:
-
আইসিসির সভায় ট্রফি বিতর্কে কোনো সিদ্ধান্ত হয়নি
-
নাকভি ট্রফি নিজ হাতে না তুলে দিলে ভারতের হাতে যাবে না
-
ওমান বোর্ড প্রধানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের সম্ভাবনা
-
ভারতীয় ক্রিকেট বোর্ড দ্রুত সমাধান চায়
কোন মন্তব্য নেই