সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত: ইসি সানাউল্লাহ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত: ইসি সানাউল্লাহ


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টাইমস এক্সপ্রেস ২৪


২২ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইসি সানাউল্লাহ বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। তবে আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যার মাধ্যমে গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটবে।”

সানাউল্লাহ জানান, এবার রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন। তারা এই নির্বাচনের ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হতে চান।

তিনি আরও জানান, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমভাগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন তফসিল ঘোষণার ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত না হলেও কমিশনের ধারণা, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা হতে পারে।

কোন মন্তব্য নেই