আইএফআইসি ব্যাংকের সাবেক এমডিকে ৫ কোটি টাকা জরিমানা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জালিয়াতির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা
টাইমস এক্সপ্রেস ২৪
৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ ইস্যুতে জালিয়াতির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৮০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম, যিনি এ সংক্রান্ত সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
বন্ড জালিয়াতির পটভূমি
তবে প্রকৃতপক্ষে বন্ডটি ইস্যু করেছে রিয়েল এস্টেট কোম্পানি শ্রীপুর টাউনশিপ (এসটিএল) — আইএফআইসি ব্যাংক নয়। কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারণায় বন্ডের নাম হিসেবে ‘আইএফআইসি আমার বন্ড’ ব্যবহার করা হয়, যা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে এবং তাদের কাছে বন্ডটি আইএফআইসি ব্যাংকের ইস্যু বলে মনে হয়।
বিএসইসি বলেছে, এই বিভ্রান্তিমূলক প্রচারণা বিনিয়োগকারীদের প্রতারণার শামিল।
আগের সিদ্ধান্ত ও নিষেধাজ্ঞা
এর আগে গত ৩০ জুলাই (৯৬৫তম কমিশন সভায়) শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল বিএসইসি।
একই মামলায় জালিয়াতির অভিযোগে ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক এমপি সালমান এফ রহমান এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়।
অর্থদণ্ডের পরিমাণ
সেইসঙ্গে অর্থদণ্ড হিসেবে—
-
সালমান এফ রহমানকে জরিমানা: ১০০ কোটি টাকা
-
আহমেদ সায়ান ফজলুর রহমানকে জরিমানা: ৫০ কোটি টাকা
-
শাহ আলম সারওয়ারকে জরিমানা: ৫ কোটি টাকা
-
ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে জরিমানা: ১০ লাখ টাকা
কোন মন্তব্য নেই