সিএপিএম-আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সিএপিএম-আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ: নিট সম্পদ ৭৭ কোটি টাকার বেশি
টাইমস এক্সপ্রেস ২৪
৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের প্রথম ত্রৈমাসিক (জুলাই–সেপ্টেম্বর) এর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (আন-অডিটেড রিপোর্ট) অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত সভা শেষে এ তথ্য জানায় ফান্ডটির পরিচালনা কর্তৃপক্ষ।
ফান্ডের আর্থিক অবস্থান
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে ফান্ডটির—
-
মোট নীট সম্পদের পরিমাণ: ৭৭ কোটি ৬২ লাখ ৩৪ হাজার ৫৫৭ টাকা (বর্তমান মূল্যে)
-
বাজারমূল্যে মোট সম্পদ: ৫৪ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ৩২৬ টাকা
অভিহিত মূল্যের বিপরীতে, ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে—
-
বর্তমান মূল্যে: ১১.৬১ টাকা
-
বাজার মূল্যে: ৮.১৯ টাকা
আয় ও মুনাফা চিত্র
চলতি বছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির মোট নীট লাভ হয়েছে ১ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার ৬১৯ টাকা, যা থেকে ইউনিট প্রতি আয় (EPU) দাঁড়িয়েছে ০.২৩ টাকা।
কোন মন্তব্য নেই