বিএসইসির নতুন ‘মার্জিন রুলস, ২০২৫’ জারি, গেজেট প্রকাশ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বিএসইসির নতুন ‘মার্জিন রুলস, ২০২৫’ জারি, গেজেট প্রকাশ
পুঁজিবাজারে মার্জিন ঋণ কার্যক্রমের নীতিমালা হালনাগাদ করতে “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রুলস, ১৯৯৯)” রহিত করে নতুন “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫” জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সরকার গেজেট আকারে নতুন এই বিধিমালা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ অক্টোবর বিএসইসি এই বিধিমালাটি অনুমোদন দেয়।
গেজেট অনুযায়ী, ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ৩৩ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই বিধি প্রণয়ন করা হয়েছে। নতুন বিধির নাম হবে “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫” এবং এটি কার্যকর হবে “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫” কার্যকর হওয়ার দিন থেকেই।
পুরনো মামলার বৈধতা থাকবে
এই নতুন বিধিমালা পুঁজিবাজারে নিয়ন্ত্রক কাঠামো আরও স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কোন মন্তব্য নেই