বিএসইসির নতুন ‘মার্জিন রুলস, ২০২৫’ জারি, গেজেট প্রকাশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিএসইসির নতুন ‘মার্জিন রুলস, ২০২৫’ জারি, গেজেট প্রকাশ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিএসইসির নতুন ‘মার্জিন রুলস, ২০২৫’ জারি, গেজেট প্রকাশ

টাইমস এক্সপ্রেস ২৪
৬ নভেম্বর ২০২৫, বিকেল ৪:৪৮

পুঁজিবাজারে মার্জিন ঋণ কার্যক্রমের নীতিমালা হালনাগাদ করতে “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রুলস, ১৯৯৯)” রহিত করে নতুন “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫” জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সরকার গেজেট আকারে নতুন এই বিধিমালা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ অক্টোবর বিএসইসি এই বিধিমালাটি অনুমোদন দেয়।

গেজেট অনুযায়ী, ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ৩৩ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই বিধি প্রণয়ন করা হয়েছে। নতুন বিধির নাম হবে “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫” এবং এটি কার্যকর হবে “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫” কার্যকর হওয়ার দিন থেকেই।

পুরনো মামলার বৈধতা থাকবে

গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ১৯৯৯ সালের মার্জিন রুলস অনুযায়ী ইতোমধ্যে সম্পন্ন বা চলমান যেকোনো মামলা, আইনি কার্যক্রম বা পদক্ষেপ নতুন বিধিমালা কার্যকর হলেও বৈধ ও বলবৎ থাকবে
নতুন বিধি কার্যকর হওয়ার পূর্বে শুরু হওয়া চলমান মামলা বা প্রসিকিউশন পুরনো বিধির আওতাতেই নিষ্পত্তি হবে এবং বৈধ গণ্য হবে যতক্ষণ পর্যন্ত নতুন বিধি সম্পূর্ণরূপে কার্যকর না হয়।

এই নতুন বিধিমালা পুঁজিবাজারে নিয়ন্ত্রক কাঠামো আরও স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই