পাঁচ ব্যাংকের শেয়ারধারীদের ক্ষতি সরকার চাইলে দিতে পারে: বাংলাদেশ ব্যাংক
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
পাঁচ ব্যাংকের শেয়ারধারীদের ক্ষতি সরকার চাইলে দিতে পারে: বাংলাদেশ ব্যাংক
আর্থিকভাবে বিপর্যস্ত পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারধারীদের ক্ষতির দায়ভার আপাতত বাংলাদেশ ব্যাংক নেবে না, তবে সরকার চাইলে ক্ষুদ্র শেয়ারধারীদের ক্ষতিপূরণ দিতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানায়।
আন্তর্জাতিক নীতিমালার আলোকে রেজল্যুশন প্রক্রিয়া
অধ্যাদেশের ধারা ১৬(২)(ট), ২৮(৫), ৩৭(২)(গ) ও ৩৮(২) অনুযায়ী, রেজল্যুশনের আওতাধীন ব্যাংকের শেয়ারধারক, দায়ী ব্যক্তি, এডিশনাল টিয়ার–১ ও টিয়ার–২ মূলধনধারকদের ওপর লোকসান আরোপের ক্ষমতা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।
তবে ধারা ৪০ অনুসারে, যদি রেজল্যুশনের পরিবর্তে অবসায়ন (liquidation) প্রক্রিয়া নেওয়া হতো এবং তাতে শেয়ারহোল্ডারদের কম ক্ষতি হতো, তবে সেই পার্থক্য অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে।
৫ ব্যাংকের এনএভি ঋণাত্মক
বাংলাদেশ ব্যাংকের মতে, আন্তর্জাতিক কনসালটিং ফার্মের অ্যাসেট কোয়ালিটি রিভিউ (AQR) ও বিশেষ পরিদর্শনে দেখা গেছে, উল্লিখিত পাঁচ ব্যাংক মারাত্মক লোকসানে রয়েছে এবং তাদের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) ঋণাত্মক।
কোন মন্তব্য নেই