৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি
টাইমস এক্সপ্রেস ২৪
৬ নভেম্বর ২০২৫, রাত ৮:৫৫
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসি জানায়, আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানাতে ১৫ কার্যদিবস সময় রেখে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। আপত্তি নিষ্পত্তির পর সংস্থাগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আসন্ন নির্বাচনে প্রস্তুতি জোরদার
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যবেক্ষক সংস্থাগুলোর যাচাই-বাছাই, প্রশিক্ষণ ও নির্বাচনী আচরণবিধি মেনে চলা নিশ্চিত করতে বিশেষ তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকেও অনুমোদনের প্রক্রিয়া চলছে বলে ইসি সূত্রে জানা গেছে।
কোন মন্তব্য নেই