ডেঙ্গু নিয়ন্ত্রণে ওষুধ প্রয়োগ তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডেঙ্গু নিয়ন্ত্রণে ওষুধ প্রয়োগ তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ডেঙ্গু নিয়ন্ত্রণে ওষুধ প্রয়োগ তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি

টাইমস এক্সপ্রেস ২৪
৬ নভেম্বর ২০২৫, রাত ১১:০১

ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এডিস মশা নিয়ন্ত্রণে ওষুধের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

উড়ন্ত মশা ও লার্ভা নিধনে ওষুধ সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কি না, তা তদারকির জন্য ওয়ার্ডভিত্তিক তদারকি টিম গঠন এবং এলাকাভিত্তিক হটস্পট চিহ্নিত করে চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফুলবাড়িয়ার নগর ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান

সভায় ডিএসসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ার্ডভিত্তিক তদারকি ও নাগরিক সম্পৃক্ততা

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদারকি টিম স্থানীয়ভাবে ওষুধ প্রয়োগের সময়সূচি নির্ধারণ ও বাস্তবায়নে নজরদারি করবে। পাশাপাশি, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও নাগরিকদের সম্পৃক্ত করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

ডিএসসির প্রশাসক বলেন,

“এডিস মশা নিয়ন্ত্রণের দায়িত্ব যেমন সিটি করপোরেশনের, তেমনি নাগরিকদেরও সচেতন থাকতে হবে।”

তিনি আরও জানান, হঠাৎ ও দ্বৈবচয়নের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, যাতে মাঠপর্যায়ের কার্যক্রমে গাফিলতি না হয়।

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (৫ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। বৃহস্পতিবারও আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ৭৬ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডিএসসিসির বিনামূল্যে ডেঙ্গু টেস্ট ও হটলাইন

ডিএসসিসি জানিয়েছে, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং নাজিরা বাজার মাতৃসদনে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে।
এছাড়া ডেঙ্গু সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে নাগরিকদের হটলাইন নম্বর: ০১৭০৯-৯০০৮৮৮-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই