১৯৩ নন-ক্যাডারকে সহকারী সমাজসেবা কর্মকর্তা পদে নিয়োগের নির্দেশ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
৪১তম বিসিএসের ১৯৩ নন-ক্যাডারকে সহকারী সমাজসেবা কর্মকর্তা হিসেবে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে. এম. জাহিদ সরোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।
রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, নাঈম সরদার, সোলায়মান তুষার ও লোকমান হাকিম।
রায়ের পটভূমি
ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব বলেন,
“হাইকোর্ট ৪১তম বিসিএসের নন-ক্যাডার অপেক্ষমাণ ১৯৩ প্রার্থীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সহকারী সমাজসেবা কর্মকর্তা পদে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন। আমরা আশা করছি, পিএসসি রায়ের কপি পাওয়ার ৬০ দিনের মধ্যেই এই সুপারিশ করবে।”
রিটের প্রেক্ষাপট
রায়ে আইনি দৃষ্টিকোণ
রিটে উল্লেখ করা হয়,
“রিট আবেদনকারীরা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার প্রশিক্ষণ সনদ থাকা সত্ত্বেও পিএসসি তাদের আবেদন গ্রহণ করেনি, যা ন্যায়বিচার-বহির্ভূত।”
এতে আরও বলা হয়, “৩৮তম বিসিএসের নন-ক্যাডারদের একই পদে নিয়োগ দেওয়া হলেও ৪১তম বিসিএসের প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে, যা চরম বৈষম্যের শামিল।”
হাইকোর্টের রায়ে এখন পিএসসি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।
কোন মন্তব্য নেই