৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

 
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত


কীভূত প্রক্রিয়ায় ৫ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত: ডিএসই’র ঘোষণা

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএসই জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক।

ডিএসই’র নোটিশে আরও বলা হয়েছে, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’-এর ধারা ১৫ অনুসারে, ৫ নভেম্বর থেকে এই ব্যাংকগুলোকে অকার্যকর হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ওই তারিখে চিঠির মাধ্যমে নির্দেশ দেয় যে, ব্যাংকগুলো এখন থেকে এই অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হবে।

এর আগে, বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ঘোষণা দেয়— উল্লিখিত পাঁচ ব্যাংকের বোর্ড বাতিল করে তাদের একীভূত করে একটি নতুন বৃহৎ ইসলামী ব্যাংক গঠন করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, “এই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে। ফলে শেয়ারগুলোর বাজারমূল্য শূন্য হিসেবে ধরা হবে এবং কাউকেই কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।”

বাংলাদেশের ব্যাংকিং খাতে এ সিদ্ধান্তকে বড় ধরনের পুনর্গঠন হিসেবে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই