শরিয়াভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শরিয়াভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড বাতিল, একীভূত করে নতুন ইসলামী ব্যাংক গঠন করবে বাংলাদেশ ব্যাংক
বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
বোর্ড ভেঙে দেওয়া ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক সূত্র জানিয়েছে, আর্থিক অনিয়ম ও মূলধন ঘাটতির কারণে দীর্ঘদিন ধরেই এই ব্যাংকগুলো পর্যবেক্ষণে ছিল। অবশেষে ব্যাংকগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করতে একীভূতকরণের সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, বিগত সরকারের আমলে এই ব্যাংকগুলোর মধ্যে চারটির মালিকানায় ছিল এস আলম গ্রুপ, আর একটি ব্যাংকের মালিকানা ছিল ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম মজুমদার–এর। বিভিন্ন সময়ে নামে–বেনামে বিপুল অর্থ সরিয়ে নেয়ার কারণে ব্যাংকগুলো ক্রমশ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, “নতুন ইসলামী ব্যাংকটি হবে কাঠামোগতভাবে শক্তিশালী ও আধুনিক শাসনব্যবস্থার আওতাভুক্ত। গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ থাকবে।”
কোন মন্তব্য নেই