টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস চালু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস চালু

 

  ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাজধানীতে ছয় লেনের টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস চালু, কমবে যানজট ও বাড়বে সংযোগ সুবিধা

টাইমস এক্সপ্রেস ২৪

শনিবার, ৮ নভেম্বর ২০২৫

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজধানীর টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সাধারণ যানবাহন চলাচলের জন্য এটি উন্মুক্ত করে দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ

সকালে পরিদর্শনে গিয়ে রেলপথ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন আনুষ্ঠানিকভাবে আন্ডারপাসটির উদ্বোধনের নির্দেশ দেন।

রাজধানীর নতুন সংযোগপথ:

আধুনিক এই আন্ডারপাসটি অতীশ দীপঙ্কর রোডকমলাপুর আউটার সার্কুলার রোডকে সংযুক্ত করেছে। আগে এখানে ছিল ব্যস্ত একটি লেভেল ক্রসিং, যেখানে প্রতিনিয়ত রেল ও সড়কপথের যানবাহন একে অপরের জন্য অপেক্ষা করত—ফলে সৃষ্টি হতো দীর্ঘ যানজট।

যানজট নিরসন ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে লেভেল ক্রসিংটি তুলে আধুনিক ছয় লেনের আন্ডারপাস নির্মাণ করা হয়, যা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় গত দুই বছরে সম্পন্ন হয়েছে।

 আন্ডারপাসের বৈশিষ্ট্য:

  • মোট ৬ লেন—এর মধ্যে ৪ লেন যান্ত্রিক যানবাহনের জন্য

  • দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য পৃথক লেন

  • পথচারীদের জন্য প্রশস্ত ফুটপাত

  • দুই পাশের লেন উঁচু করা হয়েছে প্যাডেলচালিত যানবাহনের সুবিধার্থে

  • ডিভাইডারে ফুলের গাছ, ল্যাম্পপোস্ট ও রোড মার্কিং সহ নান্দনিক অবকাঠামো

এখন ট্রেন উপরের ট্র্যাকে চলবে, আর নিচ দিয়ে সড়কপথের যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে, ফলে এই অঞ্চলের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

নগরবাসীর স্বস্তি:

স্থানীয়রা জানিয়েছেন, আন্ডারপাস চালুর ফলে টিটিপাড়া, কমলাপুর, শান্তিনগর, মগবাজার ও মতিঝিল এলাকার যানবাহন চলাচলে গতি আসবে। বিশেষ করে অফিসগামী ও স্কুলগামীদের জন্য এটি বড় স্বস্তির খবর।

কোন মন্তব্য নেই