শিগগির আসছে ২৫০০ কোটি টাকার সপ্তম বিনিয়োগ সুকুক
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নোয়াখালী–ফেনী–লক্ষ্মীপুরে অবকাঠামো উন্নয়নে ২,৫০০ কোটি টাকার সুকুক ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক
নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IRIDPNFL) বিপরীতে সপ্তম ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’ ইস্যু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী শরিয়াহ্–ভিত্তিক এই সুকুক দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম এ তথ্য জানিয়েছেন।
এর আগে সোমবার (৩ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর ও ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীনে গঠিত শরীয়াহ্ অ্যাডভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদ।
সভার সিদ্ধান্ত
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়—
-
ইজারা পদ্ধতিতে ২,৫০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি সুকুক ইস্যু করা হবে।
-
এই অর্থে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লী এলাকায় সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন, ঢাল রক্ষাকরণ, এবং হাট–বাজার ও পর্যটন অবকাঠামো উন্নয়ন করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি ও অকৃষি অর্থনীতির প্রবাহ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ জীবনমান উন্নয়ন এবং পরিবহন ব্যয় ও সময় হ্রাস পাবে।
পরিকল্পনা অনুযায়ী, এই সুকুক ২০২৫ সালের ডিসেম্বর মাসে ইস্যু করা হবে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ব্যাংক স্পেশাল পারপাস ভেহিকল (SPV) হিসেবে মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সুকুক সফলভাবে ইস্যু করেছে।
কোন মন্তব্য নেই