ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞাসহ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া প্রকাশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞাসহ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া প্রকাশ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ, মতামত চেয়েছে সরকার

টাইমস এক্সপ্রেস ২৪ 
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রস্তুত করেছে, যা সর্বসাধারণের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিভাগটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যাতে সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ জনগণ এতে মতামত দিতে পারেন।

অধ্যাদেশের মূল প্রস্তাবনা

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত অধ্যাদেশে—

  • ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপ,

  • বিদ্যমান আইন ও নীতিমালায় যুগোপযোগী সংশোধন,

  • এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও জোরদার করার প্রস্তাব রাখা হয়েছে।

বিভাগের প্রত্যাশা, নতুন এই আইন দেশের টেলিযোগাযোগ খাতে সুশাসন ও আধুনিকায়নকে ত্বরান্বিত করবে।

মতামত পাঠানোর ঠিকানা

অংশীজন ও সাধারণ জনগণকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে মতামত পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

ই-মেইল: [email protected]
ঠিকানা: সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

কোন মন্তব্য নেই