বৃহস্পতিবার বন্ধ থাকবে লাভেলোর শেয়ার লেনদেন
রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার বন্ধ থাকবে লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেন
টাইমস এক্সপ্রেস ২৪
৫ নভেম্বর ২০২৫, বুধবার | ঢাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি–এর শেয়ার লেনদেন আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার। সেই কারণে দিনটিতে শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
তবে রেকর্ড ডেট শেষে আগামী রোববার (৯ নভেম্বর) থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে ডিএসই।
বাজার বিশ্লেষকদের মতে, রেকর্ড ডেটকে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকলেও লেনদেন বন্ধ থাকা দিনটি কোম্পানির শেয়ারমূল্যে তেমন প্রভাব ফেলবে না।
কোন মন্তব্য নেই