যে কারণে ঢাকায় আসতে পারছেন না জাকির নায়েক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যে কারণে ঢাকায় আসতে পারছেন না জাকির নায়েক


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে জাকির নায়েকের বাংলাদেশে আসার অনুমতি নেই: সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

টাইমস এক্সপ্রেস ২৪

৫ নভেম্বর ২০২৫, বুধবার | ঢাকা

আসন্ন জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েক। আগামী ২৮ ও ২৯ নভেম্বর তার ঢাকায় আসার কথা থাকলেও আপাতত তাকে দেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর ইসলামি স্কলার জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে, তবে নির্বাচনের আগে নয়

সূত্র জানায়, জাকির নায়েকের দেশে আগমনের ফলে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটতে পারে, যা সামাল দিতে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের প্রয়োজন হবে। কিন্তু নির্বাচন সামনে থাকায় এই মুহূর্তে এত সংখ্যক সদস্য মোতায়েন সম্ভব নয়।

সভায় উপস্থিত ছিলেন— গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই