বেতন বাড়তে পারে ৭০ থেকে ১০০%, সরকারের খরচ কত? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বেতন বাড়তে পারে ৭০ থেকে ১০০%, সরকারের খরচ কত?

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সরকারি কর্মচারীদের বেতন বাড়তে পারে ৭০ থেকে ১০০%! খরচ কত হবে সরকারের?

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৮:২১

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে পে কমিশন। ইতোমধ্যে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সংগঠন নিজেদের প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তাদের প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১২টিতে আনার সুপারিশ করেছে।

ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক বলেন,

“সর্বশেষ পে স্কেল বাস্তবায়িত হয়েছিল ২০১৫ সালে। নিয়ম অনুযায়ী ২০২০ সালে নতুন কাঠামো আসার কথা থাকলেও তা হয়নি। ফলে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদি নিয়মিত হতো, তাহলে এখন বেতন দ্বিগুণ হয়ে ৩৩ হাজার টাকায় পৌঁছাত।”

এদিকে, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার জানিয়েছেন, নতুন পে স্কেলের প্রস্তাব আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে জমা দেওয়া হতে পারে। তিনি বলেন,

“আমরা যে ইঙ্গিত পাচ্ছি, তাতে বেতন ৫০ থেকে ৭০ শতাংশ, এমনকি ১০০ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।”

তবে বেতন-ভাতা দ্বিগুণ করা হলে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৮০ হাজার কোটি টাকা। গড়ে ৯০ শতাংশ বৃদ্ধি হলে খরচ দাঁড়াবে ৭০ থেকে ৭৫ হাজার কোটি, আর ৮০ শতাংশ বৃদ্ধি পেলে ব্যয় হবে ৬৫ থেকে ৭০ হাজার কোটি টাকার মধ্যে।


কী ওয়ার্ড: বেতন বৃদ্ধি ২০২৫, পে কমিশন বাংলাদেশ, সরকারি চাকরি, নতুন বেতন কাঠামো, সরকারি কর্মচারী বেতন

কোন মন্তব্য নেই