কাচ্চি বিরিয়ানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কাচ্চি বিরিয়ানি

যে কোনো অনুষ্ঠানে কাচ্চি বিরিয়ানি খুব জনপ্রিয় একটি খাবার, বাড়িতেই কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি দেখে নেয়া যাক।  

উপকরন ঃ

খাসির মাংস ২ কেজি,

পোলাওয়ের চাল ১ কেজি,

আলু আধা কেজি,

ঘি দেড় কাপ,

পেঁয়াজ কুচি আধা কাপ,

আদা বাটা ২ টেবিল চামচ,

রসুন বাটা ২ চা চামচ,

দারচিনি গুঁড়া আধা চা চামচ,

এলাচ ৬ টি,

লবঙ্গ গুঁড়া ৪ টি,

জয়ফল গুঁড়া ১ টি

জয়ত্রী গুঁড়া ১\৮ চা চামচ,

জিরা গুঁড়া ১ টে চামচ,

শুকনা মরিচ গুঁড়া ৬ টি,

দই ১ ১\৪ কাপ,

হলুদ সামান্য,

গোলাপ জল ২ টে চামচ,

কেওড়া জল ২ টে চামচ,

আলু বোখারা ৮-১০ টি,

লবন স্বাদ মত।

প্রস্তুত প্রনালি ঃ

মাংস ধুয়ে লবন মেখে ৩০ মিনিট রাখুন। মাংস আবার ধুয়ে পানি ঝরান। পেঁয়াজ ঘিয়ে বাদামি করে ভেজে তুলুন। ঠাণ্ডা হলে মোটা গুঁড়া করুন। আলুতে হালকা রঙ মিশিয়ে বাদামি করে ভেজে তুলুন। যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করবেন সে হাঁড়িতে মাংস নিন। আদা, রসুন , পেঁয়াজ , গুঁড়া মশলা মাংসের সাথে মেশান। দই ,গোলাপ জল ও কেওড়া জল দিয়ে ভাল ভাবে মেশান। মাংসের উপর আলু বিছিয়ে দিন। অল্প ঘি ও আলু বোখারা দিন। পোলাও এর চাল ধুয়ে পানি ঝরান। ১২ কাপ ফুটানো লবন পানিতে চাল ছাড়ুন। চাল ফুটে ওঠা মাত্রই পরিষ্কার পাত্রে পানি ঝরান। চালের ফুটানো পানি থেকে ১ কাপ পানিতে ৩\৪ কাপ ঘি মিশিয়ে মাংসে মেশান। মাংসের উপর চাল ছড়িয়ে দিন। উপরে সামান্য রং ছিটিয়ে দিন। ১ কাপ চালের ফুটানো পানি ও বাকি ঘি মিশিয়ে চালের উপর দিন,প্রয়োজন হলে আরও ফুটানো পানি এমন আন্দাজে দিন যাতে পানি চালের সমান হয়,চালের উপরে না উঠে। হাঁড়িতে ঢাকনা দিয়ে দিন। কাচ্চি বিরিয়ানি গ্যাসের চুলায় রান্না করতে হলে চুলার উপর হাড়ি বসান। হাঁড়ির ঢাকনার উপরে ফুটানো পানিসহ একটি সস প্যান বসান ২০-২৫ মিনিট পর চুলার আঁচ কমিয়ে দিন। আরও এক থেকে দেড় ঘণ্টা পরে বিরিয়ানির সুগন্ধ বের হলে নামিয়ে নিন। গরম গরম সালাতের সাথে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই