জাপান-পোল্যান্ড ম্যাচের একাদশ
এশিয়ার ঝান্ডা ধরে আছে জাপান। পোল্যান্ডের বিপক্ষে ড্র করলেই দ্বিতীয়
রাউন্ড নিশ্চিত। এমন সমীকরণ মাথায় নিয়ে ভলগোগ্রাদ এরেনায় খেলতে নামছে ব্লু
সামুরাইরা।প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে শুরু। দ্বিতীয়
ম্যাচে সেনেগালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জাপান। আজ তাই পোল্যান্ডের
বিপক্ষে ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে এশিয়ার পরাশক্তিরা।
পোল্যান্ডের জন্য অবশ্য এই ম্যাচে জয়-পরাজয়ে কিছুই যায় আসে না। ম্যাচটি তাদের জন্য কেবল সম্মান রক্ষার। প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে তারা। পরেরটাতে কলম্বিয়ার বিপক্ষে আরও বড় হার (৩-০)। এবারের আসর থেকে তাই বিদায় নিশ্চিত হয়ে গেছে এক সময়ের ফুটবল পরাশক্তিদের। জাপান একাদশ : আইজি কাওয়সিমা (গোলরক্ষক), ইয়ুতো নাগাটোমো, গোতোকু সাকাই, হিরকো সাকাই, তমোইয়াকি মাকিনো, মায়া ইয়োশিদা, গাকু শিবাসাকি, তাকাশি উসামি, হোতারু ইয়ামগুচি, শিনজি ওকাজাকি, ইয়োশিনরি মুতো। পোল্যান্ড একাদশ : লুকাজ ফ্যাবিয়ানস্কি (গোলরক্ষক), আর্তার জেদরেজেজিক, জ্যান বেডনারেক, কামিল গ্লিক, বার্তোজ বেরেসজিনস্কি, জ্যাক গোরালস্কি, গ্রেগোরিজ ক্রিচোইয়াক, কামিল গ্রোসিকি, পিওতর জিয়েলিনস্কি, রাফাল কুরজাওয়া, রবার্ট লেওয়ানডস্কি।
পোল্যান্ডের জন্য অবশ্য এই ম্যাচে জয়-পরাজয়ে কিছুই যায় আসে না। ম্যাচটি তাদের জন্য কেবল সম্মান রক্ষার। প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে তারা। পরেরটাতে কলম্বিয়ার বিপক্ষে আরও বড় হার (৩-০)। এবারের আসর থেকে তাই বিদায় নিশ্চিত হয়ে গেছে এক সময়ের ফুটবল পরাশক্তিদের। জাপান একাদশ : আইজি কাওয়সিমা (গোলরক্ষক), ইয়ুতো নাগাটোমো, গোতোকু সাকাই, হিরকো সাকাই, তমোইয়াকি মাকিনো, মায়া ইয়োশিদা, গাকু শিবাসাকি, তাকাশি উসামি, হোতারু ইয়ামগুচি, শিনজি ওকাজাকি, ইয়োশিনরি মুতো। পোল্যান্ড একাদশ : লুকাজ ফ্যাবিয়ানস্কি (গোলরক্ষক), আর্তার জেদরেজেজিক, জ্যান বেডনারেক, কামিল গ্লিক, বার্তোজ বেরেসজিনস্কি, জ্যাক গোরালস্কি, গ্রেগোরিজ ক্রিচোইয়াক, কামিল গ্রোসিকি, পিওতর জিয়েলিনস্কি, রাফাল কুরজাওয়া, রবার্ট লেওয়ানডস্কি।
কোন মন্তব্য নেই