কুমিল্লার মামলায় হাইকোর্টের দেওয়া খালেদা জিয়ার জামিন স্থগিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কুমিল্লার মামলায় হাইকোর্টের দেওয়া খালেদা জিয়ার জামিন স্থগিত



কুমিল্লার চৌদ্দগ্রামে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে চার সপ্তাহে এ বিষয়ে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।হাইকোর্টের দেওয়া জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে সোমবার এ আদেশ দেন আপিল বিভাগ। গত ২৪ জুন এ বিষয়ে আপিল বিভাগে শুনানি শেষ হয়।


আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।


TE

কোন মন্তব্য নেই